প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ইবি ছাত্রকে মারধর, বহিষ্কার ও মামলা

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ইবি ছাত্রকে মারধর, বহিষ্কার ও মামলা

শাহজাহান নবীন, কুষ্টিয়া : সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে মেহেদী হাসান হিরা নামের এক ছাত্রকে মারধর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কর্মীরা। গতকাল (২৩ জানুয়ারি) দুপুর ১১টার সময়  ইবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, কয়েকদিন আগে মেহেদী হাসান হিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে তার বন্ধুদের সাথে চ্যাট করছিলেন। এক পর্যায়ে ওই চ্যাট গ্রুপে তার এক বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আপলোড করে। ওই সময় মেহেদী  হাসান হিরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে এবং বাজে  মন্তব্য পোস্ট করে বলে ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেছে। এরই জের ধরে গতকাল দুপুরে  মেহেদীর উপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এঘটনায় ক্ষমা প্রার্থনা করে মেহেদী হাসান হিরা বলেন-‘আমাদের বন্ধুদের ওই গ্রুপে বন্ধুরা প্রায়ই বাজে ছবি পোস্ট করতো। আর আমরা সবাই ওই ছবি গুলোতে মজাও করতাম। কিন্তু  প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করার পর আমি তা না দেখেই একটা মন্তব্য করি। যে কাজটি আমার করা উচিত হয়নি। আমি এব্যাপারে সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’

এদিকে গতকাল ঘটনার পর ২টার দিকে হিরাকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আজ দুপুরে  বিশ্ববিদ্যালয় প্রশাসন হিরার বিরুদ্ধে আইসিটি এ্যাক্টের ৫৭ ধারায় মামলা দায়ের করেছে বলে প্রক্টর অফিস সূত্রে জানা গেছে।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন-‘প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির অপরাধে মেহেদী হাসান হিরা নামের ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।favicon594

Sharing is caring!

Leave a Comment