গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগ শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগ শুরু

তাজবিদুল সিহাব, গণ বিশ্ববিদ্যালয় (সাভার) :  আজ (৩ মার্চ) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগের (পিপিএল) ৪র্থ আসরের পর্দা উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক সামিউল হক বিকাল ৪টায় কেন্দ্রীয় খেলার মাঠে পিপিএল এর লোগো উন্মোচন এবং উদ্বোধন ঘোষনা করেন। এ সময় ফার্মেসী বিভাগের শিক্ষকসহ, কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠে উৎসবমূখর পরিবেশ দেখা যায়। আজ টুর্নামেন্টের প্রথম খেলায় ফার্মেসী ২৯তম ব্যাচ এবং ২৪তম ব্যাচ মুখোমুখি হয়। খেলায় ২৯তম ব্যাচ ৪ ইউকেটে জয় লাভ করে। ৬১ রান এবং ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ২৯তম ব্যাচের তানভীর।

এবার পিপিএল এ ৮টি দল অংশ নিচ্ছে। খেলা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে চলবে।আয়োজক হিসাবে রয়েছে ২২তম ব্যাচ।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক সামিউল হক বলেন, ‘এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। পড়াশুনার পাশাপাশি ছাএদের খেলাধুলা চর্চাও প্রয়োজন। যা তাদের জ্ঞান-ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে।’favicon594

Sharing is caring!

Leave a Comment