নবীনদের বরণ করলো বেরোবি

নবীনদের বরণ করলো বেরোবি

সজীব হোসাইন, রংপুর:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

আজ (৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

নবীনবরণ অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. তুহিন ওয়াদুদের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হওয়া উচিৎ জ্ঞান সৃষ্টি, জ্ঞানের ধারণ ও বিতরণ। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান  আরো বৃদ্ধি করতে হবে। গবেষণা বাড়াতে হবে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন ‘স্বাধীন চেতনা নিয়ে জীবন গড়তে হবে। অন্যের অধিকারকে রক্ষা করতে হবে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সকল সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

অপরদিকে মহীয়সী নারী বেগম রোকেয়ার বিভিন্ন কর্মকাণ্ড ও প্রকাশনার কথা উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদেরকে বেগম রোকেয়ার চেতনা লালন করতে হবে। তাঁর সম্পর্কে গবেষণা করতে হবে। নিজেকে সমাজের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইদুল হক, শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী স্মৃতিরানী সরকার ও নবীন ছাত্রী ফারজানা ইয়াসমিন।

নবীনবরণ অনুষ্ঠান শেষে বিকেলে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।favicon594

Sharing is caring!

Leave a Comment