লেখক-ব্লগার-প্রকাশক হত্যা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক-ব্লগার-প্রকাশক হত্যা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: একের পর এক লেখক-ব্লগার-প্রকাশক হত্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “(আইন-শৃঙ্খলা পরিস্থিতি) অবশ্যই ভাল, অবশ্যই ভাল। এগুলো (খুন) উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে, আমি আগেও বলেছি।”

লেখক-ব্লগারদের হত্যার ধারাবাহিকতায় শনিবার মুক্তচিন্তার দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে ঢুকে এক কুপিয়ে হত্যা করা হয়; মারাত্মক আহত হন আরেক প্রকাশকসহ তিন জন।

আইনশৃঙ্খলা পরিস্থিভি ভাল থাকলে এমন ঘটনা বারবার কেন ঘটছে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এ ধরণের বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীব্যাপী ঘটছে। এ যুগে কোন জায়গায় কোন দেশে হয় না সেটা আমাকে বলবেন? অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে ইনশাআল্লাহ।”favicon

Sharing is caring!

Leave a Comment