রাজন-রাকিব হত্যার ডেথ রেফারেন্সের হাইকোর্টে

রাজন-রাকিব হত্যার ডেথ রেফারেন্সের হাইকোর্টে

নিউজ ডেস্ক: সামিউল আলম রাজন ও রাকিব হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকরে হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদনের (ডেথ রেফারেন্স) নথি উচ্চ আদালতে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস থেকে এ নথি গ্রহণ করা হয়। রোববার এ দুই মামলার রায় হওয়ার পর খুলনা মহানগর ও সিলেট জেলা দায়রা জজ আদালত থেকে এ নথি পাঠানো হয়।

এ ব্যাপার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ডেথ রেফারেন্সের নথি এসে পৌঁছেছে। রায় হওয়ার পর খুব দ্রুত সময়ে এ রায়ের নথি এসে পৌঁছাল। এখন দ্রুত সময়ে এ নথির ওপর শুনানির ব্যাপারে ব্যবস্থা করা হবে।

গত রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সিলেটের রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন । একই দিন খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা রাকিব হত্যার দায়ে প্রধান আসামি মো. শরীফসহ দুজনকে ফাঁসির আদেশ দেন। favicon

Sharing is caring!

Leave a Comment