মুজাহিদ-সাকা’র ফাঁসির রায় বহাল

মুজাহিদ-সাকা’র ফাঁসির রায় বহাল

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সকাল সাড়ে ১১টায় রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

এই রায়ের পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ ছাড়া মুজাহিদ এবং সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরে আইনত আর কোনো বাধা নেই। এর আগে সকাল সোয়া ১০টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। অপরদিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ হয় মঙ্গলবার।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই রিভিউয়ের শুনানি করেন। সাকা চৌধুরী ও মুজাহিদ দু’জনেরই পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ও ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চলতি বছরের ২৯ জুলাই সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখেন।

এ ছাড়া ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ। শুনানি শেষে ২০১৫ সালের ১৬ জুন ওই রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আদালত সাকা ও মুজাহিদের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে বলা হয়। favicon

Sharing is caring!

Leave a Comment