২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা

২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা

নিউজ ডেস্ক: ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী বৌদ্ধঐতিহ্য ও পর্যটনবিষয়ক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘পর্যটনশিল্পের প্রচার ও বিপণন কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা ২০১৬ সালকে পর্যটন বর্ষ বা ভিজিট বাংলাদেশ-১৬ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, কক্সবাজার, সেন্টমার্টিন, কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় সরকার উন্নয়নকাজ করছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮২ কিলোমিটার এলাকা জুড়ে মেরিন ড্রাইভ নির্মাণের কাজ এগিয়ে চলছে।

দেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি আর পর্যটনকেন্দ্রগুলোর বর্তমান চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যটন ফোরামে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সচেষ্ট।

বাংলাদেশকে পর্যটনশিল্পের দেশ হিসেবে পরিচিত করতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাছাড়া বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজ করাসহ পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ গঠন করার কথাও তিনি বলেন। favicon

Sharing is caring!

Leave a Comment