সরকারি কর্তাদের ফেসবুক ব্যবহারে বিশেষ পরামর্শ

সরকারি কর্তাদের ফেসবুক ব্যবহারে বিশেষ পরামর্শ

নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুক ব্যবহারে কিছু পরামর্শ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারে এই পরামর্শ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যক্তিগত’ অথবা ‘পেশার সঙ্গে সংগতিপূর্ণ নয়’—এমন বিষয়ে ফেসবুকে ছবি ও লিখতে পারবেন না সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। শুধু উদ্ভাবনমূলক ও সরকারি কাজের ইতিবাচক দিক নিয়ে লিখতে ও শেয়ার করতে পারবেন কর্মকর্তারা।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘ফেসবুকে সম্প্রতি সরকারি একজন কর্মকর্তা একটি ছবি পোস্ট করেন। ওই ছবি তাঁর পেশাগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

বিষয়টি নিয়ে কিঞ্চিৎ সমালোচনার পরিপ্রেক্ষিতে গত মাসে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এ নিয়ে আলোচনা হয়। তার পরপরই ২৮ অক্টোবর ফেসবুক ব্যবহার সংক্রান্ত ওই পরামর্শ প্রজ্ঞাপন জারি করা হয়।

favicon

সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে বিশেষ পরামর্শ দিয়ে মন্ত্রীপরিসদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি।
সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে বিশেষ পরামর্শ দিয়ে মন্ত্রীপরিসদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি।

Sharing is caring!

Leave a Comment