বিশ্বের ১০ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি পেয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বের ১০ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি পেয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বিশ্বের ছয়টি দেশের ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আরও অনেক নামকরা বিশ্ববিদ্যাল তাকে ডক্টরেট ডিগ্রি দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু সময়ের অভাবে তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

আজ (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সরকারদলীয় সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বিশ্ববিদ্যালয় ও দেশ থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন তার মধ্যে রয়েছে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, রাশিয়ার স্টেট ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ ও পিপলস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় ও ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের বিশ্ব-ভারতি বিশ্ববিদ্যালয়, এবারটে বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য এবং ওয়াসিডা বিশ্ববিদ্যালয় জাপান।

প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে তিনি ৮টি পদক পেয়েছেন। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স অব আর্থ, মাদার তেরেসা পদক, মহাত্মা গান্ধী পদক, সেরেস পদক, এমডিজি পুরস্কার, ইন্ধিরা গান্ধী শান্তি পুরস্কার, সাউথ-সাউথ পুরস্কার, পিস ট্রি।favicon594

Sharing is caring!

Leave a Comment