রিজার্ভ চুরি : ছায়া তদন্ত করবে সিটি ইউনিট

রিজার্ভ চুরি : ছায়া তদন্ত করবে সিটি ইউনিট

  • প্রমিনেন্ট প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাশাপাশি ছায়া তদন্ত করবে অ্যান্টি টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।

মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনে মামলা হওয়ার পরে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম মামলার তদন্ত প্রসঙ্গে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আগে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। মামলা হয়েছে, এখন হয়তো আরও ভালোভাবে তদন্ত কার্যক্রম শুরু হবে।’

সিটি ইউনিটের প্রধান বলেন, ‘বিভিন্ন সময়ে সাইবার অপরাধের ঘটনায় আমরা তদন্ত করেছি, এবং সফল হয়েছি। সর্বশেষ ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনার জড়িতদের সনাক্ত করা এবং আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবারও আমরা সফল হবো বলে আশা রাখি।’

এর আগে গতকাল (১৫ মার্চ) দুপুরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রিজার্ভ চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩।

রিজার্ভ চুরির ঘটনায় সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

রিজার্ভ চুরির বিতর্কের প্রেক্ষিতে গতকাল পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।favicon59

Sharing is caring!

Leave a Comment