শিক্ষা মন্ত্রণালয় দুই ভাগ হল

শিক্ষা মন্ত্রণালয় দুই ভাগ হল

  • নিউজ ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুইটি বিভাগ গঠন করা হয়েছে। এর একটি ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’, অপরটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’। আজ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বিলুপ্ত হয়ে দুটি বিভাগ কার্যক্রম শুরু করবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিলুপ্ত করে দুইটি বিভাগ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত সচিব কমিটির সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সম্পর্কিত প্রস্তাব অধিকতর পরীক্ষা করার জন্য বণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সঙ্গে থাকবে সকল ধরনের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিভাগে নতুন করে সচিব নিয়োগ করতে হবে। মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয় ।

আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি দীর্ঘদিন থেকে আলোচিত হচ্ছিল।

সূত্র: ইত্তেফাক

Sharing is caring!

Leave a Comment