রাজশাহীতে মরছে শত শত কাক

রাজশাহীতে মরছে শত শত কাক

নিউজ ডেস্ক : এক সপ্তাহ ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় শত শত কাকের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে কাকের মৃত্যু হচ্ছে তা বুঝতে পারছে না কেউ। এ অবস্থায় বার্ড ফ্লু আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, বার্ড ফ্লু নাও হতে পারে। তাদের ধারনা খাদ্যে বিষক্রিয়ায় কাকের মৃত্যু হয়েছে। তারপরও আতঙ্ক দূর করতে মৃত কাকের নমুনা সংগ্রহ করে রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যেই কাকের মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, রাজশাহী নগরীর রামেক হাসপাতাল এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই কাকের বসবাস। দিন-রাত সেখানেই অবস্থান করে হাজার হাজার কাক। গত এক সপ্তাহ থেকে হঠাৎ করেই কাকের মৃত্যু হতে থাকে। রাতে গাছে আশ্রয় নেওয়া কাক সকালে মরে পড়ে থাকছে। প্রতিদিনই কাকের মৃত্যুতে ওই এলাকায় বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে।

রামেক হাসপাতাল এলাকার বাসিন্দা হযরত আলী জানান, প্রতিদিনই কাক মরছে। এভাবে কাক মরতে আগে দেখিনি। তিনি জানান, বার্ড ফ্লুতে পাখি মরে বলে শুনেছি। এসব কাক বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে কি না তাও বুঝতে পারছি না।

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান বাদশা জানান, এভাবে কাকের মৃত্যু অস্বাভাবিক। তবে পরীক্ষার আগে ঠিক কি কারণে কাক মরছে তা বলা যাবে না।favicon59

Sharing is caring!

Leave a Comment