রংপুরে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

রংপুরে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সজীব হোসাইন, রংপুর : ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে আগামী ১ থেকে ৩ মার্চ রংপুর টাউন হলের শহীদ স্মৃতি হলে শুরু হতে যাচ্ছে  নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবটি আয়োজন করেছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ নামের সংগঠন।

উৎসবে রংপুরের শিশু কিশোরদের উদ্দেশ্যে নিখরচায় ১৭টি দেশের ২৮টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও উৎসবে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় রংপুরের নবীন নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণের উপর প্রশিক্ষণ দেবেন ঢাকা থেকে আগত নির্মাতারা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুরের রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি রংপুরের আহবায়ক শাহনেওয়াজ খান সিজু। রংপুরে এত বড় একটি উৎসব আয়োজনে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতাসহ খুঁটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরেন রংপুরের উৎসব পরিচালক নাফিয নিয়াজ খান।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি রংপুরের উপদেষ্টা এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সৈয়দ মামুনুর রহমান, সংগঠনের সদস্য সচিব মনিরুল ইসলাম ও সমন্বয়ক (গণমাধ্যম) আবির ইয়াসারসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

Sharing is caring!

Leave a Comment