প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সাহায্য দেবে ইইউ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সাহায্য দেবে ইইউ

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো মুদ্রার সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। এই সহায়তা চলমান ২০১৫ সালের জন্য আগের ঘোষণা দেওয়া বাজেট থেকে অতিরিক্ত। এটি প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউরোপীয় কমিশনের দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা। কমিশনের ঢাকা অফিস থেকে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা খাত বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। ইউরোপীয় ইউনিয়নের ঢাকার রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, ‘উন্নয়নের মূল স্তম্ভ হচ্ছে শিক্ষা। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে এই স্তম্ভের মৌলিক ভিত্তি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শিক্ষা খাতে উল্লেখজনক সাফল্য দেখিয়েছে।’  favicon

Sharing is caring!

Leave a Comment