ওষুধ উৎপাদনে প্যাটেন্ট ফি লাগবে না

ওষুধ উৎপাদনে প্যাটেন্ট ফি লাগবে না

দি প্রমিনেন্ট ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ বছর কোনো প্যাটেন্ট (মেধাস্বত্ব অধিকার) ফি ছাড়া ওষুধ উৎপাদনের সুবিধা পাচ্ছে গরিব দেশগুলো । সে অনুযায়ী ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশকেও ওষুধ উৎপাদনের জন্য কোনো প্যাটেন্ট ফি দিতে হবে না।

শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে গরিব দেশগুলোর জন্য ২০৩৩ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়া ওষুধ উৎপাদনের সুবিধা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। যা বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস কাউন্সিলেও ((Trade-Related Aspects of Intellectual Property Rights) অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক শনিবার জানান, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো স্বাস্থ্য অধিকার নিশ্চিতের সুযোগ পাবে। favicon

Sharing is caring!

Leave a Comment