সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশনা

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশনা

নিউজ ডেস্ক: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ ব্যবস্থার আরও তিনটি মাধ্যম- ভাইবার, ম্যাসেঞ্জার, ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বুধবার বিটিআরসির উচ্চ পর্যায়ের সূত্র এ নির্দেশনা নিশ্চিত করেছে। সংবাদ: প্রথম আলো।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে,‘ নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।

একাধিক মুঠোফোন অপারেটর বিটিআরসির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন।’
প্রথম আলোর প্রতিবেদনে আরো বলা হয়েছে,‘ দুপুরে বিটিআরসি থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে লিখিত আদেশ পাঠানোর কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি।’ favicon

Sharing is caring!

Leave a Comment