নৌবাহিনীতে নতুন যুদ্ধ জাহাজ

নৌবাহিনীতে নতুন যুদ্ধ জাহাজ

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে আরও একটি যুদ্ধজাহাজ। ‘বিএনএস সমুদ্র অভিযান’ নামের ওই জাহাজটি শনিবার যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম নৌঘাঁটিতে এসে পৌঁছায়।

১১৫ মিটার দীর্ঘ এবং ১৩ মিটার প্রস্থের সমুদ্র অভিযান যুদ্ধজাহাজটি নৌবাহিনীর বিএনএস সমুদ্রজয়ের মতই শক্তিশালী। নৌবাহিনী বহরের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল বেগে চলে। জাহাজটি অপারেশনের জন্য নৌবাহিনীর ২১ জন অফিসার এবং ১৫৭ জন নাবিক যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। জাহাজে হেলিকপ্টার অবতরণের সুবিধাও আছে।

১৯৬৮ সালের ১৬ নভেম্বর মার্কিন কোস্টগাডের বহরে জাহাজটি যুক্ত হয়েছিল। তখন এর নাম ছিল কার্টার রাশ। ২০১৫ সালের ৩ ফেরুয়ারি জাহাজটি রিকমিশন করে মার্কিন কোস্টগার্ড। ৫ মে সেটি বাংলাদেশ নৌবাহিনীকে দেয়া হয়। নৌবাহিনী সেটির নামকরণ করে সমুদ্র অভিযান। ১১ অক্টোবর জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গতকাল শনিবার পৌঁছায়। নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত ব্যান্ডদল যুদ্ধজাহাজটিকে স্বাগত জানায়। favicon

Sharing is caring!

Leave a Comment