পৌষের শেষে জেঁকে বসবে শীত

পৌষের শেষে জেঁকে বসবে শীত

নিউজ ডেস্ক : পৌষের শুরুতে মৃদু শৈত্যপ্রবাহ আর কুয়াশার মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টির ফলে বাতাসের তাপমাত্রা আপাতত সামান্য বাড়তে পারে। তবে মাসের শেষ দিকে জেঁকে বসতে পারে শীত।

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছিল গতকাল (১৭ ডিসেম্বর) রাত থেকেই। আর চট্টগ্রামে আজ (১৮ ডিসেম্বর) সকাল থেকে মেঘলা আবহাওয়ার মধ্যে বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে যান চলাচল ও পথচারীদের চলাফেরা এমনিতেই কম। এর মধ্যে বৃষ্টির কারণে রাজপথ সকাল থেকে অনেকটাই ফাঁকা।

আবহাওয়া অফিসের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত ঢাকায় এক দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছেন তারা। ঢাকা ও চট্টগ্রামের মতো মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, সাতক্ষীরা, যশোর, কক্সবাজার, কুতুবদিয়া, চাঁদপুরেও সকালে বৃষ্টি হয়েছে। দুপুর পর্যন্ত এসব জায়গায় সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে স্বাভবিক লঘুচাপ। মূলত এর প্রভাবেই হালকা বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘আকাশে কিছু মেঘ আছে। তবে আজকের পর আর বৃষ্টির সম্ভাবনা নেই।’

বর্তমানে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন অব্যহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামী কয়েকদিন শীত বাড়ার সম্ভবনা নেই বলে পূর্বাভাস কর্মকর্তারা জানান।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, ডিসেম্বরের শেষভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আরও দুয়েকটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসয়িাস) এবং মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।favicon5

Sharing is caring!

Leave a Comment