১১ হাজার বাংলাদেশির শরণার্থী-জীবন

১১ হাজার বাংলাদেশির শরণার্থী-জীবন

নিউজ ডেস্ক : বাংলাদেশের ১১ হাজার ১০৮ জন নাগরিক বিদেশে শরণার্থীর জীবন যাপন করছে। আরো ২৮ হাজার ১৫০ জনের আশ্রয়ের আবেদন এখনো ঝুলে আছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে গতকাল (১৮ ডিসেম্বর) প্রকাশিত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ওই প্রতিবেদনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গও রয়েছে। এতে বলা হয়, মিয়ানমার থেকে আসা প্রায় দুই লাখ রোহিঙ্গা ‘শরণার্থীদের মতো’ জীবন যাপন করছে। তবে বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআর বলছে, চলতি বছর বিশ্বের রেকর্ড সংখ্যক মানুষকে শরণার্থীর জীবন বেছে নিতে হয়েছে। গত বছর শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ছয় কোটি। এবার শরণার্থীর সংখ্যা ৬০ মিলিয়নের চেয়ে অনেক বেশি হবে। শরণার্থীদের একটি অংশ ইউরোপে যেতে আগ্রহী। এ জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট নৌকায় করে সাগর পাড়ি দিচ্ছে।favicon5

Sharing is caring!

Leave a Comment