আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

  • নিউজ ডেস্ক

দুই মাসের ব্যবধানে আবারও ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়লো হাজার ২শ২৫ টাকাশুক্রবার (০৬ মে) থেকে নতুন মূল্যে প্রতি ভরি স্বর্ণ ৪৭ হাজার ৪শ১৫ টাকায় বিক্রি হবে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৬ হাজার ১শ৯০ টাকা

আজ (০৪ মে) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে

এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের মার্চ। গত কয়েক মাস ধরেই অব্যহতভাবে বেড়ে চলেছে স্বর্ণের দামনতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৫ হাজার ৩শ১৫ টাকা। বর্তমান দাম ৪৪ হাজার ৯০ টাকায়

১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি এখন বিক্রি হবে ৩৮ হাজার ৯৬শ১৭ টাকায়। বৃহস্পতিবার পর্যন্ত দাম থাকবে ৩৭ হাজার ৪শ৪২ টাকা

আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২৩ হাজার ৯শ১১ টাকা। বর্তমান দাম ২২ হাজার ৬শ৮৬ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। আজ থেকে তা বিক্রি হবে ৯৯১ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকাfavicon59

Sharing is caring!

Leave a Comment