কুয়েতের ভিসা পদ্ধতি সহজ করার দাবি

কুয়েতের ভিসা পদ্ধতি সহজ করার দাবি

  • নিউজ ডেস্ক

সম্প্রতি কুয়েত চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (কেসিসিআই) সফররত বাণিজ্য প্রতিনিধিদল এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুয়েতে ভিসা পদ্ধতি সহজীকরণসহ পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবি জানায় বাংলাদেশ।

ওই সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও ব্যবসার নেটওয়ার্ক বাড়াতে একটি ‘সমঝোতা স্মারক’ সাক্ষর করা হয়। এই চুক্তিটি যৌথভাবে এফবিসিসিআই এবং কেসিসিআই নেতারা স্বাক্ষর করেন।

মতবিনিময় সভায় এফবিসিসিআই নেতারা কুয়েতের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান। এছাড়াও এফবিসিসিআই নেতারা বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের ভিসা পদ্ধতি সহজীকরণ, কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার এবং কুয়েত ও বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে ‘যৌথ বিজনেস কাউন্সিল’ গঠনের উপর কথাও উল্লেখ করেন।

এক সমীক্ষায় জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ কুয়েত থেকে ৮৫৯.৮৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে এবং কুয়েতে ১৭.১৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশ কৃষিজাত পণ্য, নিটওয়্যার ও হিমায়িত খাদ্যসহ অন্যান্য পণ্য কুয়েতে রপ্তানি করে থাকে। favicon59

Sharing is caring!

Leave a Comment