এইসব লোগোর মানে কী ?

এইসব লোগোর মানে কী ?

  • মো. সাইফ

যেকোনো ব্র্যান্ড পরিচিতি পায় তার লোগো’র মাধ্যমে। একজন পড়তে না জানা মানুষও শুধু লোগো দেখেই বলে দিতে পারে এটি কোনো এক বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো।

লোগো হচ্ছে এক ধরণের গ্রাফিক চিহ্ন অথবা প্রতীকীস্বরুপ। এটি সাধারণত বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠানকে জনগণের কাছে পরিচিত করে তোলে। ব্যবসায়ের উদ্দেশ্য এবং ধরন মাথায় রেখেই সাধারণত লোগোর ডিজাইন করা হয়ে থাকে। তাই বলা চলে, প্রতিটি লোগোরই রয়েছে একটি বিশেষ অন্তর্নিহিত অর্থ। এমনই বিখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানের লোগোর বিশেষ অর্থ জানবো আজ।


lg-logo-28B2EDE395-seeklogo.com১. এল জি

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এল জি তাদের কার্যক্রম শুরু করেছিলো ১৯৪৭ সালে। এই কোম্পানির লোগোতে একটি হাসিমুখ এর অবয়ব ফুটে ওঠে। এখানে এল (L) দিয়ে বোঝানো হয়েছে নাক এবং জি (G) দিয়ে বোঝানো হয়েছে মুখমন্ডলের প্রতিকৃতি। এল জি’র ব্যাখ্যা হচ্ছে ‘লাইফ’স গুড (LIFE’S GOOD)’।

.

Nohat-wiki-logo২. উইকিপিডিয়া

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া থেকে যেকোনো বিষয় সম্পর্কিত তথ্য জানতে পারেন আগ্রহীরা। ২০০১ সালে যাত্রা শুরু হয় উইকিপিডিয়ার। এর লোগোতে দেখা যায় একটি গ্লোব যার উপর লেখা রয়েছে বিভিন্ন ভাষার বিভিন্ন অক্ষর। অনেকগুলো ভাষায় উইকিপিডিয়ার তথ্য ব্যবহারের সুযোগ রয়েছে। তবে লক্ষণীয় বিষয় গ্লোবের এক পাশ অসম্পূর্ন। এর মানে হচ্ছে প্রতিনিয়ত তথ্য সংযোজন চলতেই থাকে উইকিপিডিয়ায়। খবরের শেষ নেই তাই তথ্যেরও শেষ নেই। এইসব তথ্য সংযোজন প্রক্রিয়ার মধ্য দিয়েই উইকিপিডিয়া এগিয়ে চলবে নিরন্তর।

.

picasa logo new৩. পিকাসা

পিকাসা একটি ছবি শেয়ারিংয়ের মাধ্যম এবং গুগলের ফটোভিউয়ার। পিকাসা শুরু হয় আজ থেকে ১৪ বছর আগে ২০০২ সালে। রঙিন গোলাকার অংশ দিয়ে বোঝানো হয় ক্যামেরার শাটারকে যা দিয়ে ছবি তোলা হয়ে থাকে। এছাড়া পিকাসা শব্দের পি হচ্ছে পিক্সেলের সংক্ষিপ্ত রূপ এবং কাসা হচ্ছে একটি স্প্যানিশ শব্দ যা দিয়ে বোঝানো হয় ঘর। পিকাসা তো মূলত ছবিরই ঘর!

.

corporate-unilever৪. ইউনিলিভার

বাংলাদেশে ইউনিলিভারের পণ্য খুবই জনপ্রিয়। এই কোম্পানির লোগো লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে পুরো লোগো বানানো হয়েছে। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার খাদ্য-পানীয়-দৈনন্দিন কাজে লাগছে এমন বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুত করে থাকে। তাই তাদের পণ্যগুলোকেই লোগোর মধ্য দিয়ে তারা ফুটিয়ে তোলার চেস্টা করেছে। যেমন : হার্ট দিয়ে ভালোবাসা স্বাস্থ্য যত্ন বোঝানো হয়েছে। পাখি দিয়ে স্বাধীনতা আবার শার্ট দিয়ে বোঝানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়কে।

.

Amazon-logo৫. আমাজনডটকম

যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান স্থাপিত হয় ১৯৯৪ সালে। খুবই সাধামাটা হলেও এই প্রতিষ্ঠানের লোগো’র মধ্যেই রয়েছে বিশেষ অর্থ। লোগোটিতে একটি হলুদ তীর চিহ্ন রয়েছে যেটি এ থেকে জেড অক্ষরকে সংযুক্ত করেছে। এর মানে হচ্ছে আমাজনে আপনার যা কিছু প্রয়োজন সবই রয়েছে। একদম সহজ কথায় বলতে গেলে এ টু জেড!

.

toyota-logo৬. টয়োটা

জাপানভিত্তিক সুখ্যাত মটর কর্পোরেশন হচ্ছে টয়োটা। ১৯৩৭ সালে স্থাপিত টয়োটা’র লোগো লক্ষ্য করলে দেখা যাবে তিনটি বৃত্ত যা দিয়ে মূলত তিনটি হার্টকে বোঝানো হয়। তিনটি হার্ট দিয়ে তারা বুঝাতে চেয়েছে গ্রাহকদের সন্তুষ্টি, পণ্যের গুণগত মান এবং প্রযুক্তির উন্নয়নে টয়োটার অবস্থান। একই সাথে আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে লোগোর মধ্যেই টয়োটা লিখা রয়েছে।

.

1998৭. গুগল

যুক্তরাস্ট্রভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে গুগল। খুবই সাধারণ চারটি ভিন্ন ধরনের রঙ দিয়েই অক্ষরগুলোকে সাজানো হয়েছে। রঙের এই অবিন্যস্থ অবস্থা দিয়ে গুগল বোঝাতে চায় তার অন্য সকল প্রতিষ্ঠানের মতো বাঁধা ধরা নিয়মে আবদ্ধ থাকতে চায় না।

.

Adidas-Logo৮. এডিডাস

এডিডাস এর লোগো দিয়ে একটি পর্বতকে বোঝানো হয়। এর মানে হচ্ছে যাবতীয় বাধা বিপত্তি যা অতিক্রম করে মানুষ পর্বতের শীর্ষে যেতে চায়। তিনটি ধাপকে দেখানো হয়েছে লোগোর মধ্যে। একেকটি ধাপ মানেই একেকটি বাধা জয় করা।

.

IBM-logo-blue৯. আইবিএম

আইবিএম লোগোর মধ্য দিয়ে পুরো বিশ্বকেই একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়ে চেয়েছে। তাদের লোগোতে আইবিএম লিখার মাঝেই ফাঁকা সাদা লাইন রয়েছে। এলোমেলো নয় বরং প্রতিটি লাইনই সমানভাবে বিন্যস্ত। এর মাধ্যমে তারা সাম্যের ডাক দিতে চেয়েছে। প্রত্যেকের রয়েছে সমান অধিকার। এই সমতাকেই তারা ফুটিয়ে তুলতে চেয়েছে লোগোর মাধ্যেম।

সূত্র : ওয়েবসাইট।

Sharing is caring!

Leave a Comment