বাংলাদেশে জাপানী বিজনেস ম্যানার টেস্ট কেন্দ্র

বাংলাদেশে জাপানী বিজনেস ম্যানার টেস্ট কেন্দ্র

  • নিউজ ডেস্ক

জেবিনেট কর্পোরেশন, জাপান এর সহযোগিতায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে জাপানে গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বর মাস থেকে জাপানী ব্যবসার আদবকেতা (জিনেস ম্যানার) বিষয়ক পরীক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশের বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান স্কিল জবস। এ উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে স্কিল জবসের কর্পোরেট সভাকক্ষে জেবিনেট কর্পোরেশন জাপান ও স্কিল জবসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে জেবিনেট কর্পোরেশন জাপানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন লোয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড জাপানের প্রধান আইটি কর্মকর্তা ওয়াতারু কোনাগাই, স্কিল জবসের সিটিও মো. আলাউদ্দিন, স্কিল জবসের অপারেশন ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশা ও ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শাহীন খান প্রমুখ।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে এই কোর্সের মার্কেটিং ও প্রমোশনের একক পার্টনার হিসেবে কাজ করবে স্কিল জবস এবং কোর্সের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি স্পট রিক্রুটমেন্ট, মানবসম্পদ বিষয়ক সমাধান ও প্রশিক্ষণ ইত্যাদি কর্মকাণ্ড যৌথভাবে পরিচালনা করবে।

Sharing is caring!

Leave a Comment