শীতের পোশাক পেল ১০ হাজার শীতার্ত মানুষ

শীতের পোশাক পেল ১০ হাজার শীতার্ত মানুষ

  • সংবাদ ডেস্ক

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১০ জানুয়ারি দিনাজপুর ও পঞ্চগড় জেলার প্রত্যন্ত অঞ্চলে এবং ১১ জানুয়ারি ঢাকার কামরাঙ্গিরচরে বস্তিবাসী অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কাপড় বিতরণ করা হয়। ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস), চেঞ্জ টুগেদার ক্লাব ও ডিএসএ’র ৩৫জন স্বেচ্ছাসেবী এসব কাপড় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। কামরাঙ্গিরচরের কর্মসূচিটি আয়োজন করেছিল নির্মেঘ ফাউন্ডেশন।

ডিআইএসএস, চেঞ্জ টুগেদার ক্লাব ও ডিএসএ’র স্বেচ্ছাসেবী দল দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে ৭০০০ এবং পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ২০০০ শীতার্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করেছে। অপরদিকে ঢাকার কামরাঙ্গিরচরে নির্মেঘ ফাউন্ডেশন এর আয়োজনে প্রায় ১০০০ মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়মিতভাবে সারা বছর ধরে সিএসআর (সামাজিক কর্পোরেট দায়বদ্ধতা) কর্মসূচি পরিচালনা করে থাকে।

Sharing is caring!

Leave a Comment