শঙ্কার মেঘ কাটিয়ে স্বস্তির ড্র

শঙ্কার মেঘ কাটিয়ে স্বস্তির ড্র

  • তৌহিদুল ইসলাম

মুমিনুল হক এবং লিটনের ব্যাটে চট্টগ্রামে  প্রথম টেস্টে শঙ্কার মেঘ কাটিয়ে স্বস্তির ড্র করলো বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে দলীয় ৩০৭ রান করে ১০৭ রানের লিড পেয়েছিল টাইগাররা। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা।

প্রথম ইনিংসের পর আবারও হাসলো মুমিনুলের ব্যাট। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে করেছেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির এমন বিরল রেকর্ড এবারই প্রথম।

ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হওয়ার আগে ১৭৪ বলে ১০৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন বাংলার পকেট ডিনামাইট মুমিনুল ।মূলত লিটন-মুমিনুলের চোখ ধাঁধানো চতুর্থ উইকেটে ১৮০ রানের  জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

তবে  লিটন দাশ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে এগিয়েও ব্যক্তিগত ৯৪ রানের সময় রঙ্গনা হেরাথের বলে সাজ ঘরে ফেরেন।  হয়তো ইচ্ছে ছিল ছক্কা হাঁকিয়েই সেঞ্চুরি উদযাপন করবেন। কিন্তু আশায় গুড়ে বালি।  ১৮২ বলে ১১টি চারে নিজের ইনিংস সাজান এই উইকেট কিপার ব্যাটম্যান।

পঞ্চম দিন শুরুর আগে ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে টাইগার শিবির।  যেখানে চতুর্থ দিন ৮১ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। বাজে শট খেলে আউট হন বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটসম্যান।  প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ রান করে বাংলাদেশ। বীরোচিত সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক । জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস (১৯৬), ধনাঞ্জয়া ডি সিলভা (১৭৩) ও রোশেন সিলভার (১০৯) সেঞ্চুরিতে ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে, যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।

দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরষ্কার পান মুমিনুল।

Sharing is caring!

Leave a Comment