টি-টোয়েন্টি সিরিজ খুলনাতে

টি-টোয়েন্টি সিরিজ খুলনাতে

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াতে আর বেশি দেরি নেই। বাংলাদেশের মাটিতে আসন্ন সিরিজটির ভেন্যু সম্পর্কে প্রথমে সিলেটের নাম আলোচনায় থাকলেও শেষপর্যন্ত সেটি খুলনায় আয়োজিত হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সিরিজটি খুলনায় হওয়ার কথা নিশ্চিত করেছেন।

রাবিদ ইমাম সিলেট থেকে খুলনায় সিরিজ সরিয়ে নেওয়ার কারণ হিসেবে কিছু বাস্তব পরিস্থিতিকে সমস্যা হিসেবে দেখালেও বিসিবি পরিচালক শেখ সোহেলের কথায় জানা গেল, বিসিবি প্রথমে সিলেট ও খুলনায় ২টি করে ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল। পরে মিডিয়া, ব্রডকাস্টিং যন্ত্রপাতি বহন’সহ দুই শহরের দূরত্ব বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে। তাছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ যখন সিলেটে থাকছে, তখন জিম্বাবুয়ে সিরিজ খুলনাতে রাখাকেই সঠিক মনে করছে বিসিবি।

উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে- ১৬, ১৮ ও ২০ জানুয়ারি। এর আগে ১১ তারিখে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। favicon5

Sharing is caring!

Leave a Comment