সহজ জয় পেল বাংলাদেশ

সহজ জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে ২-০ তে এগিয়ে গেল মাশরাফি বিন মর্তুজার দল। এতে অবশ্য দারুণ অল-রাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাব্বির রহমান। ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের পাশাপাশি বল হাতেও তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট।

টাইগারদের ছুঁড়ে দেয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাতেই আরো একটি দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও হ্যামিলটন মাসাকাদজার ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু এই জুটিকে ভয়ঙ্কর হতে দেননি মাশরাফি বিন মর্তুজা। সপ্তম ওভারে বাংলাদেশ অধিনায়কের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সিবান্দা। দলীয় ৫০ রানের সময় ব্যক্তিগত ২১ রান করে আউট হন তিনি। এক ওভার পরেই সাব্বিরের বলে আউট হয়ে যান মাসাকাদজা। ২৮ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় ৬৫ রানে শেন উইলিয়ামসের (৭) উইকেট তুলে নেন শুভাগত হোম। নিজের দ্বিতীয় ওভারে আবারো আঘাত হানেন সাব্বির। এবারে তিনি তুলে নেন মাতুমবামির উইকেট। তিনিও উইলিয়ামসকে অনুসরণ করেন ব্যক্তিগত ৭ রান করে। দলীয় স্কোর তখন ৪ উইকেটে ৬৮।
তবে এক প্রান্তে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ওয়ালার। মুরের সঙ্গে মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৩৭ রান। তবে আল আমিন হোসেনের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর, একে একে প্যাভিলিয়নে ফেরেন মাদজিভা (০), মুর (৯) এবং ক্রেমার (৮)। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানেই থেমে যেতে হয় জিম্বাবুয়েকে।
বাংলাদেশের হয়ে ২.১ ওভার বল করে ১১ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন সাব্বির। দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত, আল আমিন এবং মাশরাফি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়েছিল মাশরাফি বাহিনী। আর সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চলতি মাসের ২০ এবং ২২ তারিখে একই ভেন্যুতে।  favicon59

Sharing is caring!

Leave a Comment