টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

দলে রাখা হয়েছে তিনজন স্পিনার। তারা হলেন নাথান ম্যাককালাম, মিশেল সান্টার ও ইশ সোধি। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভালো করা হেনরি নিকোলসকেও রাখা হয়েছে স্কোয়াডে। তার হয়তো বিশ্বকাপ দিয়েই অভিষেক হতে পারে। তিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকির বিকল্প হতে পারেন।

বর্তমানে ইনজুরিতে থাকা টিম সউদি, রস টেলর ও মিশেল ম্যাক্লেনাঘানকেও স্কোয়াডে রাখা হয়েছে। আশা করা হচ্ছে টুর্নামেন্ট শুরুর আগেই তারা সুস্থ্য হয়ে দলে ফিরতে পারবেন। হেনরি নিকোলসকে দলে নেওয়ার বিষয়ে নিউজিল্যান্ড দলের কোচ মাইক হ্যাসন বলেন, ‘হেনরি তার প্রতিভা দেখিয়েছে। সে বেশ ভার্সাটাইল ব্যাটসম্যান। সে ভালো ব্যাট করার পাশাপাশি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে উইকেটের পেছনেও দায়িত্ব পালন করেছে।’ বিশ্বকাপ স্কোয়াডের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে দলে তিনজন স্পিনার রাখা হয়েছে। নাথান ম্যাককালামকে দলে পাওয়াটা আমাদের জন্য দারুণ কিছু। বিদেশের মাটিতে তার অভিজ্ঞতা আমাদের দারুণ কাজে দেবে। সে ও মিশেল সান্টার প্রথম ৬ ওভার ভালো বল করতে পারে।’ পেস বোলারদের বিষয়ে কোচ বলেন, ‘আমাদের মূল চারজন পেস বোলারের সঙ্গে দলে রাখা হয়েছে অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, কলিন মুনরো ও গ্রান্ট এলিয়টকে। মূল পেসারদের পাশাপাশি তারাও বল হাতে অবদান রাখতে পারবে।’ সেমিফাইনালে খেলার প্রত্যাশা ব্যক্ত করে হ্যাসন বলেন, ‘আমাদের দলে অস্ট্রেলিয়া ছাড়াও উপ-মহাদেশের তিনটি দল রয়েছে। আশা করছি তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারব। যাতে করে আমরা সেমিফাইনালে যেতে পারি।’

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, মিশেল ম্যাক্লেনাঘান, কলিন মুনরো, নাথান ম্যাককালাম, হেনরি নিকোলস, লুক রনকি (উইকেটরক্ষক) মিশেল সান্টার, টিম সউদি, রস টেলর ও ইশ সোধি। favicon59

 

Sharing is caring!

Leave a Comment