দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকার আটটি টেস্ট ম্যাচের ছয়টিতেই ছিলেন না ডেল স্টেইন। ইনজুরির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেড়াচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। গ্রোইন ও কাঁধের ইনজুরি কাটিয়ে উঠতে ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও খেলছেন না। এরপরও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা নেই।

তবে ভারতের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ে নেতৃত্বে থাকবেন স্টেইন। তাকে নিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে উঠতে থাকা স্টেইন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও বাদ পড়েছেন মরনে মরকেল ও অ্যালবি মরকেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রোটিয়া দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি অধিনায়কের বক্তব্য, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্টে যেখানে যে কেউ জিততে পারে।

এমনকি বাংলাদেশের মতো একটি ছোট দলও টুর্নামেন্টের শিরোপা জিততে পারে। আমাদের খুব শক্তিশালী একটি দল রয়েছে। যদি আমাদের সেরাটা দিতে পারি এবং কিছুটা ভাগ্যের সমর্থন পাই তবে সেমিফাইনাল পর্যন্ত যেতে সমস্যা হবে না। এই দল নিয়ে ট্রফি জেতাটাও সম্ভব।’

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবোট,  হাশিম আমলা, ফারহান বেহার্দিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স,  জেপি ডুমিনি,  ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ, ডেভিড ওয়েসি ও ডেল স্টেইন।

Sharing is caring!

Leave a Comment