হার দিয়ে শুরু টাইগারদের

হার দিয়ে শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ টি২০-তে হার দিয়েই যাত্রা শুরু হল বাংলাদেশের। বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হেরেছে মাশরাফিরা। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান করে ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১২১ রান করে।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন সাজঘরে ফেরেন। আশিষ নেহরার বলে বোল্ড হন মিঠুন। আর বুমরার বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়েন সৌম্য। এরপর দলীয় ৫০ রানে ইমরুল (১৪) অশ্বিনের বলে যুবরাজের হাতে ধরা পড়েন। আর ৭৩ রানে সাকিব আল হাসান (৩) রান আউট হন।

১৫তম ওভারের প্রথম বলে কিছুটা ভরসা জাগানিয়া ইনিংস খেলা সাব্বিরও কট বিহাইন্ড হয়ে যান পান্ডের বলে। তার আগেই অবশ্য ৩২ বল থেকে দুটি চার ও দুটি ছক্কার মারে তিনি করেন ৪৪ রান। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ১৬ ও তাসকিন আহমেদ ১৫ রান করে অপরাজিত থাকেন। ভারতের বোলারদের মধ্যে আশিষ নেহরা তিনটি এবং বুমরা, পান্ডে ও অশ্বিন একটি করে উইকেট নেন। favicon594

Sharing is caring!

Leave a Comment