অস্ট্রেলিয়ান অধিনায়ককে জরিমানা

অস্ট্রেলিয়ান অধিনায়ককে জরিমানা

স্পোর্টস ডেস্ক : সামনে থেকে নেতৃত্ব দিয়েই দলকে জিতিয়েছেন স্টিভেন স্মিথ এবংদলকে টেনে নিয়েছেন টেস্ট র‌্যাঙ্কিয়ের এক নম্বরে। তবে জরিমানার হাত থেকে রেহাই পেলেন না স্মিথ। আম্পায়ারের একটি সিদ্ধান্তের বিপক্ষে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেতে হচ্ছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে। শাস্তিস্বরূপ হিসেবে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে স্মিথকে।

বুধবার ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্মিথের দল। ওই টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনের বিপক্ষে আউট চেয়ে রিভিউ আবেদন করে অস্ট্রেলিয়ানরা। কিন্তু আম্পায়াররা এই আবেদন আমলে নেননি। পরবর্তীতে ক্ষুব্ধ স্মিথ এ নিয়ে মাঠেই আম্পায়ার মার্টিনেজের কারণ জানতে চান। ক্রিকেটের নিয়মানুসারে যা শাস্তিযোগ্য অপরাধ। স্মিথকে তাই জরিমানা গুনতে হচ্ছে।

একই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড। তাই শাস্তি থেকে বাদ পড়েননি তিনিও। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।  favicon594

Sharing is caring!

Leave a Comment