ফাইনাল খেলতে পারবেন সাকিব

ফাইনাল খেলতে পারবেন সাকিব

স্পোর্টস ডেস্ক : শনিবার হঠাৎ আশঙ্কার এক কালো মেঘ ভর করেছিল বাংলাদেশ শিবিরে। আশঙ্কা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে। তবে আশঙ্কা কেটে গেছে। সাকিবের চোট গুরুতর নয়। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান জানিয়েছেন ফাইনালে খেলছেন সাকিব।

এর আগে শুক্রবারই অনুশীলনের সময় বাম ঊরুতে চোট পান সাকিব। এজন্য তাকে শনিবার বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে অনুশীলন করতে নামেন এবং আবার চোট পান সাকিব। ফল তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে ফিজিওর কথায় সেই অনিশ্চয়তা দূর হয়েছে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান বলেন, এ ধরনের চোটের ক্ষেত্রে সেরে উঠতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। এজন্যই সাকিবকে শনিবার বিশ্রামে থাকতে বলা হয়েছিল। এরপরও তিনি শনিবার অনুশীলন করতে মাঠে নামেন। পরে একই জায়গায় চোট পান। তবে এই চোট বেশি গুরুতর নয়। আশা করা যায়, ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। সুতরাং তার ফাইনালে খেলা নিয়েও সংশয় নেই। favicon594

Sharing is caring!

Leave a Comment