ইংল্যান্ডের দুই খেলোয়াড়কে আইসিসির জরিমানা

ইংল্যান্ডের দুই খেলোয়াড়কে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ চলাকালীন নিয়ম ভঙ্গ করার দায়ে ওপেনার জো রয় এবং ফাস্ট বোলার ডেভিড উইলিকে এই জরিমানা করা হয়েছে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের এই জরিমানা করা হয়। ওই ম্যাচ চলাকালীন রয় অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্ন মত পোষণ করেন।  যা আইসিসির ২.১.৫ আইনের ধারা অনুযায়ী নিয়ম বহির্ভূত।   এদিন ম্যাচের  ১৩তম ওভারে তাকে আউট দেওয়ার পরই তিনি এতে ক্ষুব্ধ হন এবং তিনি অশ্লীল ভাষা ব্যবহার করে তার ব্যাট ও হেলমেট মাটিতে ছুড়ে ফেলেন। আর এই আচরণের কারণে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

জো রয়
জো রয়

অন্যদিকে উইলি শ্রীলঙ্কার ব্যাটসম্যান মিলিন্দা সিরিওয়ার্দানেকে আউট করে অশ্লীল ভাষা ব্যবহার করেনে এবং ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন। এর মাধ্যমে তিনি আইসিসির আইনের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন। এজন্য তার ম্যাচ ফির ১৫ শতাংশ কর্তন করা হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment