সেমিতে বাংলাদেশ

সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনালে খেলার নিশ্চয়তা পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। এজন্য জয় না পেলেও শুধুমাত্র ড্র করলেই চলবে বাংলাদেশের। তারপরও নেপালের বিপক্ষে কোমর বেঁধেই শুক্রবার বিকেলে খেলতে নেমেছিল লাল-সবুজ বাহিনী।

আবার ম্যাচটিতে নকআউটের আগে নিজেদের শক্তিমত্তা-দুর্বলতাগুলো আরেকবার পরখ করে দেখার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিকরা ভালো খেললেও গোলের সন্ধান পায়নি। তবে গোলও খেতে হয়নি তাদের। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়লেও গোল ব্যবধানের কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে তারা। এদিন নেপালের বিপক্ষে ফরোয়ার্ডদের গোল করার ঘাটতিটাই যেন আরেকবার প্রকট করে দেখালেন মামুনুলরা।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে আক্রমণাত্মকভাবে শুরু করে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে গোলশূন্য প্রথমার্ধ কাটায় তারা। গোল খরাটা জারি থাকে মধ্যবিরতির পরও। শেষপর্যন্ত প্রতিপক্ষের জালমুখ আর খোলা হয়নি স্বাগতিকদের। এরপরও অবশ্য গ্রুপপর্বের তিন ম্যাচে একটি জয় ও দুইটি ড্রয়ে অপরাজিত থেকেই বঙ্গবন্ধু গোল্ডকাপের শেষ চারে উঠল বাংলাদেশ। আর নেপাল সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধান পিছিয়ে থাকায় রানার্সআপ হয়ে নকআউটের টিকিট পেল।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও মালয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল সবুজ বাহিনী। favicon5

Sharing is caring!

Leave a Comment