পয়েন্টে টেবিলের শীর্ষে বার্সেলোনা

পয়েন্টে টেবিলের শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :  চোট কাটিয়ে ফিরেই জয়সূচক গোল করেছেন লিওনেল মেসি। তার একটির সাথে মুনির এল হাদ্দাদির গোলে মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা।

শনিবার রাতে কাতালানদের হয়ে মাঠে নামতে পারেননি চোটে পড়া নেইমার। তার বদলে সুযোগ পাওয়া মুনির মালাগার জাল খুঁজে নেন ম্যাচের দ্বিতীয় মিনিটেই। লুইস সুয়ারেজের ক্রসে বল পেয়ে গোলটি করেন তিনি। এরপর মালাগাও কাতালান রক্ষণে ভীতি ছড়াতে থাকে। বেশ কয়েকটি আক্রমণ গড়ে ম্যাচের ৩২ মিনিটে হাভিয়ের মাশ্চেরানোর ভুল পাসে বল পেয়ে স্বাগতিকদের সমতায় ফেরান হুয়ানপি। প্রথমার্ধের শেষে মেসির ফিরতি শট ঠেকিয়ে বিরতিতে যান মালাগা গোলরক্ষক কার্লোস কামেনি। বিরতির পর অবশ্য ব্যবধান বাড়াতে সময় নেয়নি বার্সা। ম্যাচের ৫১ মিনিটে আদ্রিয়ানোর ক্রসে দর্শনীয় ভলিতে জাল খুঁজে নিয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। শেষ পর্যন্ত ঐ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে টেবিলের শীর্ষ দল বার্সেলোনা পয়েন্ট হলো ২০ ম্যাচে ৪৮। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে মালাগা। favicon594

Sharing is caring!

Leave a Comment