রিয়াল-অ্যটলেটিকোর নিষেধাজ্ঞা স্থগিত

রিয়াল-অ্যটলেটিকোর নিষেধাজ্ঞা স্থগিত

স্পোর্টস ডেস্ক :খেলোয়াড় কেনায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাদ্রিদের দুটি ক্লাবই শুক্রবার রাতে তাদের নিজ নিজ অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের করা আপিলের প্রেক্ষিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের নিয়ম ভেঙে দলে নেওয়ার জন্য গত ১৪ জানুয়ারি রিয়াল ও অ্যাটলেটিকোর ওপর দলবদলের আগামী দুই মৌসুমে খেলোয়াড় চুক্তিবদ্ধ করায় নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেশ কজন ১৮ বছরের কম বয়সি খেলোয়াড়কে দলে নিয়েছিল অ্যাটলেটিকো।২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালও করেছে এই কাজ। তবে শুরু থেকে দুটি দলই এই অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও চলতি দলবদলের বাজারের ক্ষেত্রে ফিফার দেওয়া শাস্তিটি কার্যকর হওয়ার কথা ছিল না।

বর্তমানে চলা জানুয়ারির দলবদল শেষ হবে আগামী সোমবার, তারপরেই শাস্তি কার্যকর হওয়ার কথা ছিল। ইউরোপীয় ফুটবলে পরবর্তী দলবদলের মৌসুম শুরু আগামী ১ জুলাই থেকে।পরে এই শাস্তির বিরুদ্ধে আপিল করে রিয়াল ও অ্যাটলেটিকো কর্তৃপক্ষ। তাদের আপিলের প্রেক্ষিতেই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করার কথা জানিয়েছে ফিফা।তবে ১ জুলাইয়ের আগে দল দুটির আপিল যদি প্রত্যাখাত হয় তাহলে পূর্বের দেওয়া শাস্তি অনুযায়ী দলবদলের আগামী দুই মৌসুমে খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে না তারা।

এই একই অপরাধে বার্সেলোনাও এক বছর দলবদলে অংশ নিতে পারেনি। favicon59

Sharing is caring!

Leave a Comment