ফিফার নতুন সভাপতি

ফিফার নতুন সভাপতি

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সভাপতি হয়েছেন জিয়ানি ইনফান্তিনো। ফিফার শীর্ষ পদে বসতে তিনি বাহরাইনের শেখ সালমানকে দ্বিতীয় দফার ভোটে হারিয়েছেন। এর আগে তিনি উয়েফার মহাসচিব ছিলেন।

দ্বিতীয় দফার ভোটে ইনফান্তিনো পেয়েছেন ১১৫ ভোট। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বিশেষ কংগ্রেসে এই ভোটাভূটি অনুষ্ঠিত হয়। অন্যদিকে শেখ সালমান পেয়েছেন ৮৮ ভোট। জর্ডানের প্রিন্স আলি বিন হোসেইন রয়েছেন তিন নম্বরে। দুর্নীতির দায়ে বহিষ্কৃত হওয়া  সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হবেন জিয়ানি ইনফান্তিনো।

সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করারও ঘোষণা দেন নতুন ফিফা সভাপতি। তিনি আরও বলেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে তিনি দুর্নীতিমুক্ত করবেন। ২০১৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। favicon594

Sharing is caring!

Leave a Comment