হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে চেলসি-বার্সেলোনা

হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে চেলসি-বার্সেলোনা

  • রাকিবুল ইসলাম মিতুল

বার্সার প্রতিশোধ নাকি ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটাবে চেলসি? চ্যাম্পিয়নস লিগ এর শেষ ষোলোর ম্যাচে রাত পৌনে দুইটায় চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে লড়বে দুই জায়ান্ট চেলসি-বার্সা।

লড়াইটা যে শেয়ানে শেয়ান হবে তা বলে দিচ্ছে দু দলের পরিসংখ্যানও, শেষ ১৪ ম্যাচে চেলসির জয় ৫, বার্সেলোনার জয় ৪ বাকি ৫ ম্যাচ ড্র। ইতিহাস যাই হোক ম্যাচটা যে রোমাঞ্চকর ম্যাচে পরিণত হবে তা বলাই যায়। চলতি মৌসুমটা দুর্দান্ত খেলছে বার্সেলোনা। লা লীগায় একটা ম্যাচ ও হারেনি ভালভার্দের শিষ্যরা। দলের সেরা প্লেয়ার লিও মেসিও আছেন দারুন ফর্মে। অন্যদিকে ইংলিশ লিগের চ্যাম্পিয়ন চেলসিও আছে দারুন ছন্দে। তবে ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না চেলসির ব্রাজিলীয়ান ডিফেন্ডার ডেভিড লুইস। সব ছাপিয়ে স্পটলাইট থাকবে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর পাচ বারের ব্যালন ডি অর বিজয়ী লিওনেল মেসির উপর। যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা, চেলসির বিপক্ষে কখনো গোল দিতে পারেননি লিও মেসি। কিন্ত পতিপক্ষের জন্য বড় ভয়ংকর এক নাম মেসি। তার বাঁ পায়ের যাদুতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে পতিপক্ষের রক্ষণ ভাগ। আর চলতি মৌসুমে ২০ গোলের পাশাপাশি ১১ এসিস্ট এই জাদুকরের। তাই চেলসিকে বধ করতে হলে নিজেকে আরো একবার মেলে ধরতে হবে এই আর্জেন্টাইন সুপারস্টারকে। অন্যদিকে চেলসির হয়ে ক্যারিয়ারের সেরা পারফর্ম করছেন বেলজিয়ামের আইকন বয় এডিন হ্যাজার্ড। ইংলিশ লিগে চেলসির হয়ে সর্বাধিক ১১ গোল করেছেন তিনি। লড়াইটা মুলত বার্সেলোনার টিকিটাকা ফুটবল বনাম চেলসির টিম স্পিরিট। তাই ম্যাচের আগে চেলসি কোচ আন্তনিয়ো কন্তে বলেন ‘মেসির উপর খেয়াল রাখতে হবে আমাদের। যদিও সে অপ্রতিরোধ্য তারপরেও ইতিহাস আমাদের পক্ষে কথা বলছে।’

অন্যদিকে বার্সেলোনার কোচ এর্নেস্ত ভালভার্দে বলেন, ‘লড়াইটা খুব কঠিন হবে আমাদের জন্য, কিন্ত ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

এখন চেলসি-বার্সার দ্বৈরধ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

Sharing is caring!

Leave a Comment