মেসির মধুর প্রতিশোধ, স্বস্তির ড্র বার্সার

মেসির মধুর প্রতিশোধ, স্বস্তির ড্র বার্সার

  • রাকিবুল ইসলাম মিতুল

রাজার মতো করেই নিজেকে মেলে ধরলেন লিও মেসি। এর আগে চেলসির সাথে কোনো গোল ছিল না গ্রহের সেরা প্লেয়ারের। চেলসির মাঠেই এলো সেই কাঙ্ক্ষিত গোল।

চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে লড়াই করতে নামে ভালভার্দের শির্ষ্যরা। শুরুতে বল পজিশনে একক আধিপত্য বিস্তার করলেও, চেলসি ফরওয়ার্ড উইলিয়ানের দুটি বল গোল পোস্টে লেগে ফিরে যায়। ফলে কপাল গুনে বেচে যায় বার্সা। গোল শূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল। দ্বিতীয়ার্ধ ৬২ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে চেলসিকে লিড এনে দেন ব্রাজিলীয়ান সেনসেশন উইলিয়ান। তখন স্বাগতিক সমর্থকদের উল্লাসে আটখানা হয়ে পরে। কিন্ত ম্যাচ যখন ৭৫ মিনিট তখন আন্দ্রেস ইনিয়েস্তার এসিস্ট থেকে দলকে সমতায় ফেরান বার্সার আর্জেন্টাইন জাদুকর লিও মেসি। তারই সাথে চেলসির বিপক্ষে গোল করার আক্ষেপ ঘুচল এল এম টেন এর। আবারো বিশ্ব ফুটবলকে বুঝিয়ে দিলেন কেন তিনি গ্রহের সেরা প্লেয়ার। তাই চেলসির মাঠে গোল দিয়েই মধুর প্রতিশোধ নিলেন পাঁচবারের বিশ্ব সেরা প্লেয়ার। ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে ভালভার্দের শিষ্যরা, ম্যাচের ৭৩ ভাগ বল দখলে ছিল তাদের। তাই চেলসির মাঠে ড্র করেও স্বস্তিতে মেসি বাহিনী। আর এই ড্র নিয়ে আগামী ১৫ মার্চ ন্যু ক্যাম্পে খেলতে নামবে দু’দল। যদিও চেলসির আশা শেষ হয়ে যায়নি তবে ন্যু ক্যাম্পে বার্সেলোনারর সাথে লড়াইটা খুব কঠিন হয়ে গেল তা ভালোভাবেই জানেন কান্তের দল। আর বার্সেলোনাও থাকবে সতর্কে কেননা ২০১১  সালে ঘরের মাঠে চেলসির সাথে ড্র করে বাদ পরেছিল তারা।

Sharing is caring!

Leave a Comment