‘এফ’ গ্রুপের চার দলেরই সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার

‘এফ’ গ্রুপের চার দলেরই সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার

  • পারভেজ

হিসাব একটু জটিল কারন এখনো ৪ দলের সামনে সুযোগ আছে।
রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করেছে মোট ৩২ দল। এই দলগুলোকে মোট ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে।এই ৮ গ্রুপ থেকে ২টি করে দল যাবে দ্বিতীয় রাউন্ডে কিন্তু ‘এফ’ গ্রপ নিয়ে চলছে নানা সমিকরণ। কারণ এই গ্রুপ থেকে ৪টি দলেরই সুযোগ আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার।

মেক্সিকো: সুইডেনের সঙ্গে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন।
সুইডেন: জার্মানির চেয়ে ভালো ফল করতেই হবে। মেক্সিকোকে হারালে এবং জার্মানি জিততে না পারলে তারাই যাবে পরের রাউন্ডে।

জার্মানি: সুইডেনের চেয়ে ভালো ফল করতেই হবে। যদি জার্মানি ও সুইডেন দুই দলই ড্র করে,  তাহলে যার গোল বেশি সে যাবে। আর ড্র যদি দুই দলেরই একই ব্যবধানে হয়,  তাহলে হেড টু হেডে এগিয়ে থাকার জন্য জার্মানি যাবে।

দক্ষিণ কোরিয়া: অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং সুইডেনের মেক্সিকোর কাছে হারতে হবে। এরপরও আছে হিসেব।

যখন জার্মানি,  সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান

জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান হলে প্রথম দেখা হবে গোল ব্যবধান।
সুইডেন দুই বা তার বেশি গোলে জিতলে জার্মানি যেকোনো ব্যবধানে জিতলেই হবে (তখন মেক্সিকো বাদ পড়বে)।

জার্মানি দুই বা তার বেশি ব্যবধানে জিতলে সুইডেনকে যেকোনো ব্যবধানে জিতলেই চলবে (মেক্সিকো বাদ পড়বে)।

জার্মানি ও মেক্সিকো দুই গোলের ব্যবধানে জিতলে দুই দলই উঠবে (মেক্সিকো বাদ)।
যদি জার্মানি ও সুইডেন ১-০ ব্যবধানে জিতে, তাহলে তিন দলের সবকিছু একই হবে। এরপর তিন দলের হেড টু হেড মিনি লিগ (যেখানে কোরিয়ার সঙ্গে করা গোল বাদ যাবে) দেখা হবে। সেখানে তিন দলের মধ্যে বেশি গোল করার জন্য জার্মানি ও সুইডেন চলে যাবে,  মেক্সিকো বাদ পড়বে।

জার্মানি ও সুইডেন ২-১ ব্যবধানে (বা ৩-২ বা ৪-৩) জিতলে সুইডেন গ্রুপ জিতবে,  মেক্সিকো দ্বিতীয় হবে,  জার্মানি তৃতীয় (হেড টু হেড গোল ব্যবধানে)
জার্মানি বাদ গিয়ে মেক্সিকো যেতে পারে তখনই, যদি সুইডেন-জার্মানি এক গোলের ব্যবধানে জিতে,  কিন্তু সুইডেন জার্মানির চেয়ে বেশি গোল করে।

জার্মানি,  সুইডেন, কোরিয়া তিন দলের যখন পয়েন্ট সমান

দক্ষিণ কোরিয়া জিতে সুইডেন হারলে জার্মানি, সুইডেন, কোরিয়ার পয়েন্ট হবে সমান। তখন দেখা হবে গোল ব্যবধান।কোরিয়া জার্মানিকে দুই গোলের ব্যবধানে হারালে তারা দ্বিতীয় হবে।
কোরিয়া জার্মানিকে ১-০ গোলে হারালে এবং সুইডেন মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে গেলে জার্মানি হেড টু হেডে দ্বিতীয় হবে। সুইডেন তখন তৃতীয়, কোরিয়া চতুর্থ।
কোরিয়া জার্মানিকে ১ গোলের ব্যবধানে (২-১, ৩-২, ৪-৩) এবং সুইডেন মেক্সিকোর কাছে হেরে গেলে সরাসরি হেড টু হেডে কোরিয়া দ্বিতীয় হবে।জার্মানি তখন তৃতীয়, সুইডেন চতুর্থ।

সুইডেন এক গোলের বেশি ব্যবধানে হারলে যেতে পারবে না,  তখন জার্মানিকে শুধু হারালেই চলবে কোরিয়ার।

Sharing is caring!

Leave a Comment