আজ পর্দা উঠছে এসএ গেমসের

আজ পর্দা উঠছে এসএ গেমসের

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের পর্দা উঠছে আজ। এসএ গেমসের ১২তম আসরের আয়োজক ভারত। ভারতের শিলং ও গৌহাটিতে বসছে এবারের আসর।

এবারের এসএ গেমসে মোট ২২টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৪৬৯ জনের ক্রীড়াদল অংশগ্রহণ করছে। আজ শুক্রবার গৌহাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেমসের উদ্বোধন করবেন। ৬ ফেব্রুয়ারি মেঘালয়ের মুখ্যমন্ত্রী গেমসের দ্বিতীয় দফা উদ্বোধন করবেন। গৌহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন ভারোত্তোলন দলের খেলোয়াড় ১১তম এসএ গেমসে স্বর্ণপদকজয়ী হামিদুল ইসলাম।

৬ ফেব্রুয়ারি শিলং এ উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন বক্সিং দলের খেলোয়াড় আব্দুর রহিম। যিনি ১১তম এসএ গেমসে স্বর্ণপদক অর্জন করেছিলেন। এবারের এসএ গেমসে বাংলাদেশ দলের কোনো ক্রীড়াবিদ স্বর্ণপদক পেলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। একইভাবে রৌপ্যের জন্য ৩ ও ব্রোঞ্জ পদকের জন্য ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এসএ গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করবে অ্যাথলেটিক, আরচ্যারি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, হ্যান্ডবল, হকি, কাবাডি (পুরুষ), কাবাডি (মহিলা), কুস্তি, শুটিং, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, উশু, খো খো (পুরুষ), খো খো (মহিলা) টেনিস, ফুটবল (পুরুষ), ফুটবল (মহিলা), জুডো, স্কোয়াশ।

৫ ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের দিন গৌহাটিতে ভলিবল ও শিলংয়ে আরচ্যারি খেলাও অনুষ্ঠিত হবে। শিলংয়ে আরচ্যারি ছাড়াও ব্যাডমিন্টন, বক্সিং, মহিলা ফুটবল, জুডো, টেবিল টেনিস ও তায়কোয়ান্দো অনুষ্ঠিত হবে। বাকি ইভেন্টগুলো হবে গৌহাটিতে। ১৬ ফেব্রুয়ারি সাউথ এশিয়ান গেমস শেষ হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment