বর্ষসেরা জোকোভিচ এবং সেরেনা

বর্ষসেরা জোকোভিচ এবং সেরেনা

  • স্পোর্টস ডেস্ক

লরিয়াস পুরস্কার যাকে ক্রীড়া পুরস্কারের অস্কার বলা হয়। এবার বর্ষসেরা পুরষ ক্রীড়াবিদ হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। এবার দিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো এই পুরষ্কার জিতলেন। সেই জিতলেন আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মার্কিন কৃষ্নকলি সেরেনা উইলিয়ামস। তিনি এর আগেও দুইবার এ পুরষ্কার জিতেছেন। এটি তার ক্যারিয়ারে তৃতীয়। তাহলে দুটি পুরস্কারই গেল টেনিস খেলোয়াড়ের হাতে।

গত বছর দুর্দান্ত ফর্মে ছিলেন জকোভিচ। গত বছরে তিনটি গ্র্যান্ডস্লাম জেতেন। আর এ কারণেই জোকোভিচ এই পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে জকোভিচ তিনবার এই পুরস্কার জিতলন। সেরেনাও তাই। এ বছর আজীবন আজীবন পুরষ্কার দেওয়া হয়েছে সাবেক ফর্মুলা ওয়ান চালক নিকি লাউডা।

২০০০ সাল থেকে চালু হয় এই পুরষ্কার। এখন পর্যন্ত ১৭ বারের মতো দে​ওয়া হলো এই পুরস্কার। তবে কোনো ফুটবলার এখনো পর্যন্ত এই পুরস্কার জিততে পারেনি। এমনকি যা মেসি-রোনালদও নয়। favicon59

Sharing is caring!

Leave a Comment