ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • স্পোর্টস ডেস্ক

রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে গত ১৭-১৯ অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত ‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০১৮’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় (১৯ অক্টোবর) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেঃ জেনারেল মোঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ই্উসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এম এম মাহবুব-উল-হক মজুমদার, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওবাইদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশনস লে. কর্নেল মো. আবদুল বারি (অবঃ), প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া (অবঃ), যুগ্ম পরিচালক (উন্নয়ন) সাব্বির আহমেদ পলাশসহ উক্ত সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়রা হলেন উইনার লেঃ জেনারেল মো. শফিকুর রহমান, রানার-আপ শহিদুল হক এবং লেডিস উইনার মিসেস শায়লা পারভিন। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ ও মহিলাসহ ৫ শতাধিক গলফার অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও অল স্টারস ড্যাফোডিল এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।

Sharing is caring!

Leave a Comment