জাপানে ৫জি মোবাইল সেবা !

জাপানে ৫জি মোবাইল সেবা !

প্রযুক্তি ডেস্ক: বিশ্বে এই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ৫ জি নিয়ে পরীক্ষা চালিয়েছে জাপানের মোবাইল ফোন অপারেটর এনটিটি ডকোমো ইনকরপোরেশন।

প্রতিষ্ঠানটি দাবি করেছে তারা জাপানের একটি বাণিজ্যিক ভবনে ৫ জি ডেটা স্থানান্তর নিয়ে সফল পরীক্ষা চালিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, নকিয়া নেটওয়ার্কের সঙ্গে একত্রে এনটিটি ডকোমো টোকিওর একটি বহুতল ভবনে ১৩ অক্টোবর ৫ জি নিয়ে যে পরীক্ষা চালিয়েছিল, এতে ২ জিবিপিএসের বেশি (গিগাবিট প্রতি সেকেন্ড) গতি পাওয়া গেছে।

২০২০ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ৫ জি নেটওয়ার্ক চালু করতে চায় এনটিটি ডকোমো। favicon

Sharing is caring!

Leave a Comment