লেনোভোর নতুন স্মার্টফোন

লেনোভোর নতুন স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাজারে আসছে লেনোভোর নতুন স্মার্টফোন ভাইব কে৬ প্লাস । প্রযুক্তিবিষয়ক অনলাইন মাধ্যম ম্যাশেবল জানিয়েছে এই তথ্য। লেনোভো থেকে জানানো হয়, সংগীতপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি বাজেট ফোন নিয়ে আসছে তারা। আর এতে যুক্ত থাকবে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ফিচার।  যা এলজি৫ কিংবা এইচটিসি ওয়ান এম৯-এর মতো দামি স্মার্টফোনেই অন্তর্ভুক্ত থাকে।

৮ দশমিক ২ মিমি পুরুত্বের এই ফোনে দেওয়া হয়েছে ‘অ্যালুমিনিয়াম ফিনিশ’। এই ফোনটি ওজনেও বেশ হালকা মাত্র ১৪২ গ্রাম। ৫ ইঞ্চির ফুল-এইডি রেজ্যুলুশনের পর্দা থাকছে কে৬ প্লাসে। এছাড়া কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬১৬ অক্টাকোর প্রসেসরের এই ফোনে থাকছে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি। এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে এই মেমোরি বাড়ানো যাবে। এলইডি ফ্লাশসহ থাকছে ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। অন্যদিকে ২৭৫০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি থাকছে স্মার্টফোনটিতে।

আগামী মাস থেকে বাজারে পাওয়া যাবে লেনোভো ভাইব কে৬ প্লাস। favicon594

Sharing is caring!

Leave a Comment