সামাজিক সমস্যা সমাধানে পুরস্কার পেল ১১ দল

সামাজিক সমস্যা সমাধানে পুরস্কার পেল ১১ দল

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

শেষ হলো ব্র্যাক আয়োজিত সামাজিক সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা ‘ব্র্যাকাথন’। এবার আটটি বিভাগে ১১টি দল পুরস্কার পেয়েছে। বিজয়ী দলগুলো হল- নেটওয়ার্কিং ফর ইয়ং এপ্রেনটিসেজ বিভাগে ব্ল– স্ক্রিন অব ডেথ, ই-কমার্স ফর এন্টারপ্রাইজেস বিভাগে টিম এওএস, মিল্ক গেইম বিভাগে টিম রিবুট, প্যারেন্টাল কেয়ার বিভাগে যৌথভাবে হেক্সাকোর এবং কার্ডিনাল, স্কুল মনিটরিং টুল বিভাগে কোডেক্স ইউনিকর্ন এবং বাম্বেল বি, ওয়াটার লগিং ইন ঢাকা সিটি বিভাগে বুয়েট কোল্ড স্টিল, ফায়ার রেসপন্স বিভাগে বুয়েট ফায়ারফাইটার্স, জেন্ডার অ্যাওয়ারনেস বিভাগে দ্য রোর।

সোমবার বিকালে (৬ মার্চ, ২০১৭) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি মোস্তাফা জব্বার, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, আইসিটি অ্যান্ড পার্টনারশিপ স্ট্রেনদেনিং ইউনিটের পরিচালক কেএএম মোর্শেদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফিল্ড অপারেশন্স বিষয়ক পরিচালক দেবাশিস সাহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস প্রি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ও অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ প্রমুখ।

মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যে বিপ্লব ঘটে গেছে তাতে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। কানাডা, আমেরিকার দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের ১৬ কোটি মানুষের দেশ। এখানে ১৬ কোটি সমস্যা থাকতে পারে। প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমাদের তরুণরাই এখন অনেক সমস্যার সমাধান করতে পারে।’

‘কোড ফর বাংলাদেশ’ স্লোগানে ৮ জানুয়ারি থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ২০০ আবেদনকারী দলের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর গত ৩ ও ৪ মার্চ প্রতিযোগিতার মধ্য দিয়ে গুণগত মান ও সমস্যার বাস্তব প্রয়োগের ভিত্তিতে ১৬ দলের মধ্য থেকে ১১টি দলকে চূড়ান্তভাবে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ী দলের প্রত্যেককে পাঁচ হাজার ডলার অনুদান দেয়া হয়।favicon59-4

Sharing is caring!

Leave a Comment