গেম তৈরির প্রতিযোগিতার জন্য আপনি তৈরি তো?

গেম তৈরির প্রতিযোগিতার জন্য আপনি তৈরি তো?

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

মোবাইল গেম তৈরিতে অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে গ্রামীণফোন ও হোয়াইট বোর্ড। এ কার্যক্রম পরিচালনা করা হবে ‘গেম জ্যাম’ নামে একটি প্লাটফর্মের মাধ্যমে। পুরো কার্যক্রমের সহযোগী হিসেবে থাকছে সরকারের আইসিটি ডিভিশন। প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন গ্রহণ করা হবে ১৩ এপ্রিল পর্যন্ত। বাছাইকৃত ২৫টি দল এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ৪৮ ঘণ্টাব্যাপী একে অপরের সঙ্গে লড়াই করে পৌঁছাতে হবে শীর্ষ তিনে। বিজয়ী এই তিন দলকে তাদের গেমকে বিশ্ব বাজারে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা করবে গ্রামীণফোন।

উচ্চমাত্রার ভিজ্যুয়াল বা গ্রাফিক্স ও ইফেক্ট, স্মরণীয় ভ্রমণ এবং আকর্ষণীয় মেকানিক্সের সমন্বয়ে গেম তৈরি করতে হবে প্রতিযোগীদের। গেমগুলো হতে হবে কৌশলী এবং ইন-অ্যাপ পার্চেজ পদ্ধতিতে খেলার সুযোগ থাকতে হবে। গেম জ্যামে অংশ নিতে আগ্রহীদের গিয়ে নিবন্ধন করতে হবে। গেম তৈরিতে অংশগ্রহণকারীদের উপযুক্ত কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে আইসিটি ডিভিশন। ওই আয়োজনে অন্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে এমল্যাব, স্যামসাং, অপেরা, ওয়াওবক্স, অ্যাপনোমেট্রি।favicon59-4

Sharing is caring!

Leave a Comment