ট্যাবলেট কম্পিউটার বাজারে হতাশা

ট্যাবলেট কম্পিউটার বাজারে হতাশা

দি প্রমিনেন্ট ডেস্ক: গত এক বছরে ট্যাবলেট কম্পিউটার বিক্রির হার উল্লেখযোগ্য হারে কমেছে। মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে ট্যাব বিক্রির পরিমাণ কমেছে ১২ দশমিক ছয় শতাংশ। প্রতিবেদনের গড় ফলাফল বলছে, টানা চার প্রান্তিক, অর্থাৎ গোটা বছল জুড়েই ট্যাব বিক্রি কমেছে।

আইডিসির গবেষকেদের পর্যবেক্ষণ মতে আগের মতো এসব প্রযুক্তিপন্য ব্যবহারকারীরা এখন ঘন ঘন ব্যবহার্য জিনিস পরিবর্তন করেন না। এ ছাড়া ট্যাবের জায়গায় কিছু ব্যবহারকারী বড় মাপের স্মার্টফোন, ফ্যাবলেট ও হালকা-পাতলা পিসি ব্যবহার করছেন।

বাজার গবেষক কায়ান রিথ মত দেন, আমরা গবেষণা করে দেখেছি, ব্যবহারকারীরা চার বছরেরও বেশি সময় পর্যন্ত একটি ট্যাব ব্যবহার করেন। আমদের বিশ্বাস, পিসির জগতে স্লেট বা ট্যাবের একটি জায়গা এখনো আছে। তবে স্মার্টফোনের ব্যবহার বাড়ায় ট্যাবের বিক্রি কিছুটা কমছে।

বর্তমান বাজারে ট্যাবের শীর্ষ আসন দখল করে আছে অ্যাপল। পরের অবস্থানে রয়েছে স্যামসাং, লেনোভো, আসুস ও হুয়াই। favicon

Sharing is caring!

Leave a Comment