পরিচয় শনাক্ত করতে নতুন প্রযুক্তি

পরিচয় শনাক্ত করতে নতুন প্রযুক্তি

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বর্তমানে স্মার্টফোনে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য আঙুলের ছাপ ও চোখের মণি বা আইরিস শনাক্ত করার প্রযুক্তি চালু আছে। তবে এসব প্রযুক্তির কিছু দুর্বলতা রয়েছে। এজন্য গবেষকরা ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত হতে আরও শক্তিশালী প্রযুক্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি তেমনই একটি শক্তিশালী প্রযুক্তি তৈরির ইঙ্গিত দিয়েছেন গবেষকরা। তার বলেছেন, মানুষের মাথার খুলির ভেতর দিয়ে শব্দ পাঠিয়ে আবার তা গ্রহণ করে তার কম্পাঙ্ক বিশ্লেষণের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে পারবে।

গবেষকরা নতুন এই পদ্ধতিটির নাম দিয়েছেন ‘স্কালকন্ডাক্ট’। আর এটি নিয়ে কাজ করছেন’ জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়, সারল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর ইনফরমেটিকস। এই পদ্ধতিতে প্ব্যরথমে বহারকারীর মাথায় একটি বোন কন্ডাকশন স্পিকার ও একটি মাইক বসানো দেওয়া হবে। স্পিকারটি সামান্য পরিবর্তিত গুগল গ্লাসের সঙ্গে যুক্ত থাকবে। এই স্পিকার থেকে ১ সেকেন্ডের একটি শব্দ ব্যবহারকারীর মাথার খুলির এক প্রান্ত থেকে পৌঁছে দেওয়া হবে এবং অপর প্রান্তে এই শব্দটি ধারণ করা হবে। এই এক সেকেন্ডের অডিও ক্লিপ থেকে পাওয়া কম্পাঙ্ক বিশ্লেষণ করে ব্যবহারকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গবেষকদের দাবি নতুন এই পদ্ধতি ৯৭ শতাংশ সময়েই সাফল্যের সঙ্গে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে সমর্থ হয়েছে বলে।

সূত্র: দ্য নেক্সট ওয়েব। favicon59

Sharing is caring!

Leave a Comment