নাগরিক ভোগান্তি নিরসনে মোবাইল অ্যাপ

নাগরিক ভোগান্তি নিরসনে মোবাইল অ্যাপ

  • তানভীর হায়াত খান

নাগরিকরা ভোগান্তির কথা সহজে জানার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে নিরাপদ পথ-খাবারের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি জানান, আগামী ২৫ মের মধ্যে আসছে নতুন মোবাইল অ্যাপ। এর মাধ্যমে এক ক্লিকে ছবি তুলে তা অ্যাপে দিয়ে দিলেই উত্তর সিটি কর্পোরেশনের নজরে আসবে। নাগরিকদের জানানো সমস্যার সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিসুল হক আরও বলেন, ‘হকারদের জন্য আমরা কাজ করছি। আগামী চার সপ্তাহ বা একমাসের মধ্যে হকারদের জন্য মিরপুর-১০ নম্বরে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ের মাঠে হলিডে মার্কেট করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরকে বদলানোর দায়িত্ব নিয়ে ঠিক এক বছর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম। ঢাকা শহরে ১২ মিলিয়ন লোক বাস করেন। সুতরাং এর সমস্যা বেশি। তাই আমাদের চ্যালেঞ্জও অনেক বেশি। তারপরও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই এক বছরে আমরা নানা পদক্ষেপ নিয়েছি।’ favicon59

Sharing is caring!

Leave a Comment